১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দখল-দূষণরোধে কর্ণফুলীতে সাম্পান বাইচ অনুষ্ঠিত

-

চট্টগ্রামে নদী দখল ও দূষণরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি’র উদ্যোগে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট সিডিএ মাঠে অনুষ্ঠিত হয় তিন দিনের চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ ফোরাম, সামাজিক সংগঠন সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহযোগিতায় এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাম্পান বাইচ প্রতিযোগিতা। কর্ণফুলী নদীর উত্তর পাড় ফিরিঙ্গিবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে এ বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ দেখতে দুই পাড়ে হাজারো মানুষের ভিড় জমে।
সাম্পান প্রতিযোগিতায় অংশ নেন চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতিসহ একাধিক লাল, নীল ও সবুজ দল। প্রতিটি সাম্পানে ছিলেন প্রতিযোগী দলের ৮ জন সদস্য। বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে শতাধিক সাম্পান ভাসিয়ে অভয়মিত্রঘাট থেকে বাকলিয়া চরে ১৮তম ‘সাম্পান শোভাযাত্রা’র আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডিসি আবুল বাসার। হায়দার আলী রনির সভাপতিত্বে ও দিলরুবা খানমের সঞ্চালনায় এর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ‘কর্ণফুলী বাঁচানোর কোনো বিকল্প নেই। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশনা আছে। রায় বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করা হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছোট-বড় মিলিয়ে তিন হাজারের বেশি সাম্পান চলাচল করে।

 


আরো সংবাদ



premium cement