১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১০০ কোটি টাকা বিক্রির প্রত্যাশা

বাঁশখালী কালিপুরের রসাল লিচু এখন চট্টগ্রামের বাজারে

-

মৌসুমের সেরা ফল চট্টগ্রামের স্থানীয় জাতের বাঁশখালী কালিপুরের রসালো লিচু বাজারে আসা শুরু করেছে। এ লিচু বেশ রসালো হওয়ায় দামও বেশি। প্রতি ১০০ পিস ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে অল্প পরিমাণে লিচু বাজারে এলেও পুরোপুরি আসতে আরো কিছুদিন সময় লাগবে। এবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৩০ হেক্টর বাগানে লিচুর ভাল ফলন হয়েছে। এ কারণে এবার অন্তত ১০০ কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা করছেন বাঁশখালী কৃষি অফিসার আবু সালেক।
চট্টগ্রাম অঞ্চলে চলতি মৌসুমে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ হেক্টর বাগানে ১৫ হাজার মেট্রিক টন রসালো লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে এ অঞ্চলে এক হাজার ২৭৭ হেক্টর বাগানে ১২ হাজার ৮৬৩ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। তবে এবার লিচু বাগানের পরিধি ও উৎপাদন দুটোই বেড়েছে বলে নিশ্চিত করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল। সূত্রে জানা গেছে, গত মৌসুমে এ অঞ্চলের চট্টগ্রাম জেলায় ১০১৪ হেক্টর, কক্সবাজার জেলায় ৮৮ হেক্টর, নোয়াখালী জেলায় ৫২ হেক্টর, ফেনী জেলায় ৭৫ হেক্টর ও লক্ষ্মীপুর জেলায় ৪৮ হেক্টর বাগানে লিচু উৎপাদন হয়েছে। গত মৌসুমে চট্টগ্রাম জেলার ১০ হাজার ১১৪ হেক্টরের মধ্যে শুধু বাঁশখালী উপজেলাতেই কালিপুরের রসালো জাতের লিচুর ভালো ফলন হয়েছে। তবে গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে এবার ১৩০ হেক্টর বাগান হ্রাস পেয়ে ৬৩০ হেক্টর বাগানে লিচুর ভালো ফলন হয়েছে।
বাঁশাখালী উপজেলায় গত কয়েক বছর ধরে লিচুর ভালো ফলন হয়ে আসছে এবারো তারই ধারাবাহিকতায় লিচুর ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক। গত বছরের মতো এবার বাঁশখালী কালিপুরের লিচু বিক্রির প্রত্যাশা করা হচ্ছে ১০০ কোটি টাকা কোটি টাকার উপরে লিচু বিক্রির প্রত্যাশা করছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, গতকাল বাজারে প্রতি ১০০ লিচু ৩০০ টাকা করে খুচরা বিক্রি হয়েছে। গত বছরও বাজারে প্রতি ১০০ লিচু ২৫০ টাকা থেকে প্রকার ভেদে ৩০০ টাকা বিক্রি হয়েছে। অপর দিকে প্রতি হাজার পাইকারি লিচু বিক্রি হয়েছে দুই হাজার ২০০ শত টাকা থেকে দুই হাজার ৫০০ শত টাকা পর্যন্ত।
চট্টগ্রাম জেলায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর স্থানীয় জাত কালিপুর ছাড়াও রাজশাহী বোম্বে, বারি-১, ২, ৩ ও ৪ এবং চায়না-৩ জাতের লিচুর ভালো উৎপাদন হয়েছে।
বাঁশখালী কালিপুরের লিচু অনেকটা দিনাজপুরের লিচুর মতো হলেও এটি আকারে একটু ছোট কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়, তাই চট্টগ্রামবাসীর কাছে কালীপুরের লিচু বেশ জনপ্রিয়।
বাঁশখালী উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন, প্রতি বছরই বাঁশখালীতে লিচুর ফলন বাড়ছে, উপজেলায় ২০১৫ সালে প্রায় ৫০ কোটি, ২০১৬ সালে ৬০ কোট এবং ২০১৭ সালে ৭০ কোটি, ২০১৮ সালে ৮০ কোটি টাকা ও ২০১৯ সালে প্রায় ৯০ কোটি টাকার লিচু উৎপাদিত হয়েছে ২০২০ ও ২০২১ মৌসুমে করোনা সংক্রমণ থাকার পরেও ১০০ কোটি টাকার উপরে লিচু বিক্রি ছাড়িয়ে গেছে, তা ছাড়া গত মৌসুমেও ১০০ কোটি টাকার উপরে লিচু বিক্রি হয়েছে। এবারো তিনি ১০০ কোটি টাকার উপরে লিচু বিক্রির প্রত্যাশা করছেন।

 

 


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল