স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে ছাত্রলীগের পদযাত্রা
- পিরোজপুর প্রতিনিধি,
- ০৭ মে ২০২৪, ০০:৫৩
পিরোজপুরে পতাকা পদযাত্রা করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে জেলা ছাত্রলীগ বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পতাকা নিয়ে পদযাত্রা করে।
ছাত্রলীগের নেতৃবৃন্দ পথসভায় বলেন, অবিলম্বে ফিলিস্তিনের ইসরাইলি গণহত্যা বন্ধ করতে হবে ও ফিলিস্তিন থেকে দখলদার ইসরাইলি বাহিনীকে সরে যেতে হবে। বক্তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিরও দাবি জানান।
পদযাত্রায় জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, সাবেক সহসভাপতি শিবলী রহমান শুভ, সরকারি সোহরায়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম অপুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা