১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিইউএফটি-এর ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই গেট-টুগেদার অনুষ্ঠিত

-

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ৩ মে ‘বিইউএফটি-ডিবিএ অ্যালামনাই গেট-টুগেদার ২০২৪’-এর আয়োজন করে। এতে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন শিল্পের ৪০০ জনেরও বেশি সবেক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, প্রো-ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো: মুঈনুদ্দিন খান, বিভিন্ন অনুষদের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো: কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা এবং শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেক্সেবো ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব হোসেনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। পাশাপাশি ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি, ১৯ সদস্যের উপদেষ্টা প্যানেল এবং ছয় সদস্যের পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement