১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


উপকৃত হবে ১১২২ কৃষক পরিবার : চিতলমারী মোহনের খাল পরিদর্শন ডাচ রাষ্ট্রদূতের

-

বাগেরহাটের চিতলমারী উপজেলার পুনঃখননকৃত মোহনের খাল নেদারল্যান্ড সরকারের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অফিসার (বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপ) লিসেল ফিশার পরিদর্শন করেছেন। শুক্রবার (৩ মে) বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামে তিনি এ খাল পরিদর্শন করেন। সম্প্রতি নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের উদ্যোগে চলতি মৌসুমে দড়িউমাজুড়ি গ্রামে ২০২৬ মিটার দৈর্ঘ্যরে মোহনের খাল পুনঃখনন করা হয়। ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি অনুসরণ করে কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের জন্য খালটি স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের অংশগ্রহণে পুনঃখনন করা হয়েছে। এর ফলে ১২টি দলের ১১২২ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবেন বলে প্রকল্প অফিসার কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। পরিদর্শনকালে নেদারল্যান্ডস সরকারের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ নাদিয়া ভ্যানদে উইম ও তার সফরসঙ্গীরা রাষ্ট্রদূতের সাথে ছিলেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সিফাত আল মারুফ, সলিডারিডাড- আইডব্লিউআরএম প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভুষন রায়, খুলনা অফিসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, যশোরের কৃষিবিদ ড. নাজমুন্নাহার, সিনিয়র প্রো-অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সহযোগী এনজিও উত্তরণের কৃষিবিদ মো: ইকবাল হোসেন, উপজেলা ক্লাস্টার অফিসার তন্দ্রা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সরেজমিনে খাল পরিদর্শনের পর স্থানীয় পানি ব্যবহারকারী দলের সদস্যদের সাথে লিসেল ফিশার ও নাদিয়া মতবিনিময় করেন। এ সময় মুকুন্দ মণ্ডল, ইন্দ্রানী বাড়ৈ, বৈশাখী বসু ও ভারতী হীরা খালটি খননের আগে ও পরে এলাকার কৃষি ও মৎস্য সম্পদের সমস্যা ও সম্ভাবনার বর্ণনা করেন।
পরে বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খলশী ইউনিয়নে সলিডারিডাডের উদ্যোগে ২০২৩ সালে পুনঃখননকৃত ভাঙ্গারী খাল পরিদর্শন করেন লিসেল ফিশার ও নাদিয়া। উল্লেখ্য, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বৃহত্তর খুলনা, যশোর ও নড়াইলের ১২টি উপজেলায় মোট ৮০টি খাল পুনরুদ্ধারসহ পুনঃখনন করার পরিকল্পনা আছে বলে সলিডারিডাড সূত্রে জানা গেছে।


আরো সংবাদ



premium cement