১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে সাবাড় হচ্ছে নাগিন পাহাড়

-

চট্টগ্রাম নগরের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় প্রায় ১০ একর জায়গাজুড়ে রয়েছে নাগিন পাহাড়। এতে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন পাহাড়ি ভূমি রয়েছে। পাহাড়টি ধ্বংসযজ্ঞে নেমেছে সরকারি দলের কিছু নেতা ও ভূমিদস্যুচক্র। সেখানে পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে একাধিকবার মামলা করলেও পাহাড়খেকোদের তৎপরতা থামেনি। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিছেন কাট্টলী সার্কেল ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী। তবে তিনি কাউকে আটক করতে পারেনি।
পরিবেশ অধিদফত সূত্রে জানায়, পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতর গত ২৯ জানুয়ারি একটি মামলা করে। মামলায় বায়েজিদের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো: শামসুদ্দিনসহ ১৮ জনকে আসামি করা হয়। তার পরও থেমে নেই পাহাড় কাটা।
বায়েজিদ থানাধীন নাগিন পাহাড় বড় ও উঁচু একটি পাহাড় ছিল। কিন্তু দীর্ঘ দিন ধরে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি পাহাড়টি কাটতে শুরু করে। ইতোমধ্যে সেখানে আবাসিক এলাকাও গড়ে তোলা হয়েছে। পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে অনেকগুলো বহুতল ভবন। পাহাড়টির কিছু অংশ অবশিষ্ট ছিল। এখন সেই অংশ কেটে পাহাড়টির অস্তিত্ব মুছে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে পাহাড়টি কাটা হচ্ছে। রাতে দিনে পাহাড় কেটে সমান করে নানা আকৃতির প্লট তৈরি করা হচ্ছে। পাহাড়ের মাটি কেটে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। চার দিক থেকে কাটার ফলে পাহাড়টির শেষ চিহ্নও থাকবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ করা হয়েছে, সংঘবদ্ধ একটি চক্র অনেকদিন ধরে পাহাড়টি কাটছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা বেড়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেও লাভ হচ্ছে না।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সিনহা বলেন, পাহাড় কাটার ব্যাপারে গত বৃহস্পতিবার ৯৯৯ থেকে অভিযোগ পেয়ে আমি গিয়েছিলাম। কিন্তু আমরা যেতে যেতে তারা সরে পড়ে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল