রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলো সোহান
- রাজবাড়ী প্রতিনিধি
- ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৫
পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তর মোড় এলাকায় গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার পঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে এবং ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র।
সোহানের মামাতো ভাই পারভেজ উল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে গোসল করতে যান সমবয়সী ৮ জন। তারা সেখানে গিয়ে আড্ডা দেয়া ছাড়াও ছবি তোলেন, পরে নদীতে গোসল করতে নামেন।
ওই সময় স্থানীয় আরো কিছু লোকজন গোসল করছিল। এরই মাঝে হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সোহানকে। তারা আশপাশসহ নদীর পানিতে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নদীর পানির মধ্যে তার দেহ ডুবে থাকা অবস্থায় পাওয়া যায়। ওই সময়ই তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহানের দেহ পরীক্ষানিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা