শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ২০ এপ্রিল ২০২৪, ০৩:২২
শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হয়। মধ্যরাতের পর ফলাফল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তবে এফডিসির প্রবেশগেটে পুলিশের ব্যাপক কড়াকড়ির কারণে আগত ভোটার ও সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট ৫৭১ জন ভোটারের মধ্যে ৪৭৫টি ভোট কাস্ট হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়য়জন স্বতন্ত্রসহ দু'টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।
এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা