চট্টগ্রামের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: জামাল আহমেদের ইন্তেকাল
- চট্টগ্রাম ব্যুরো
- ১৬ এপ্রিল ২০২৪, ০১:১৬
চট্টগ্রামের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা: জামাল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৪ এপ্রিল গভীর রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। এ চিকিৎসকের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায়। ডা: জামাল আহমেদ স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি হ্নীলায় তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা