খুলনার নারী শিশু দমন ট্রাইব্যুনালের বিচারকের মৃত্যু
প্রধান বিচারপতির শোক- নিজস্ব প্রতিবেদক
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা (সিনিয়র জেলা জজ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার সকাল ৮টা ১৫ মিনিটে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ বিচারক দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।
এ বিচারকের মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলার বিচারকাজ ২১ কার্য দিবসে সম্পন্ন করেছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা