১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঠাকুরগাঁও বারের নির্বাচন

বিএনপি-জামায়াত পন্থীদের নিরঙ্কুশ বিজয়

-

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে মোট ১২টি পদের মধ্যে তারা আইনজীবী সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে। অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা চারটি পদে জয়লাভ করেছে।
গত বৃহস্পতিবার সমিতির হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা টানা ভোট গ্রহণ করা হয়। যাচাই-বাছাই ও গণনা শেষে রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান। এবারে নির্বাচনে ২৪৫ জন ভোটারের মধ্যে এবং ২৩৬ জন ভোট দিয়েছেন। নির্বাচনে দু’টি প্যানেলে ১২টি পদের জন্য একজন করে ২৪ জন এবং একজন স্বতন্ত্র (সভাপতি) প্রার্থী ছিলেন।

বিএনপির-জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন-
সভাপতি পদে মো: জয়নাল আবেদীন (১৩৬ ভোট), সহসভাপতি (২) অ্যাডভোকেট মো: একরামুল হক (১১২ ভোট) সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: এন্তাজুল হক (১২১ ভোট), সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: রাহাদ জামিল (১২৪ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন (১৪৪ ভোট), কমনরুম ও কালচারাল সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল হুদা (২) (১৫২) ভোট, সদস্য পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান (১৪৩) ভাট এবং অ্যাডভোকেট মুরাদ হোসেন রানা (১১৩) ভোট।
অপর দিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি (১) পদে অ্যাডভোকেট হাসীনুজ্জামান মিলার (১৩৯ ভোট), কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট হারুন অর রশিদ (১২০ ভাট), সদস্য পদে অ্যাডভোকেট মোবারক আলী (১০৭ ভোট) ও অ্যাডভোকেট সোহেল রানা (১৪৭ ভোটে) নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement