১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অল্প সময়ে ধনী হওয়ার আশায় প্রতারণায় নেমেছিল তারা

চক্রের ৯ জন গ্রেফতার
-

বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার কথা বলে এক বছরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র। অল্প সময়ে ধনী হওয়ার আশায় প্রতারণায় নেমেছিল তারা। এমনই একটি প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর টিম ঢাকার কেরানীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম- ইসমাইল মাতুব্বর, ইব্রাহীম মাতুব্বর, মতিউর রহমান, সিনবাদ হোসেন, সুমন ইসলাম, মাহমুদুল হাসান, সাব্বির খন্দকার, মো: সাকিব (১৯) ও রাসেল তালুকদার। গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, কেরানীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই ৯ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন, সিম কার্ড, ল্যাপটপ ও টাকা উদ্ধার করা হয়েছে। তারা অল্প সময়ে ধনী হওয়ার আশায় এ প্রতারণায় নেমেছিল। ফরিদ উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, এই চক্রের নেতা ইসমাইল। তারা সাধারণ মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার কথা বলে প্রলুব্ধ করত। পরে কৌশলে তাদের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করত। এই টাকা সবাই মিলে ভাগ করে নিতো। চক্রটি এক বছরে দেশের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তির কাছ থেকে ২০-২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। অল্প সময়ে ধনী হওয়ার আশায় এ প্রতারণায় নেমেছিল চক্রটির সদস্যরা।


আরো সংবাদ



premium cement
আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

সকল