১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেশকে মুক্ত করতে হবে : মেয়র বাদশা

-

বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, একটি অবৈধ সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। ফলে দেশের সার্বিক পরিস্থিতি আজ নাজুক। গরিব, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ বাজারে গিয়ে চোখের পানি ফেলছে। ভোটবিহীন সরকার বাজার সিন্ডিকেট তৈরি করে আম জনতাকে নিঃস্ব করছে। ব্যর্থ এই সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকদের কলাম বিরামহীন চালাতে হবে। সাংবাদিক সমাজকে এক হয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেশকে মুক্ত করতে হবে।
তিনি গত রোববার স্থানীয় একটি অডিটোরিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, দৈনিক সাতমাথার সহকারী সম্পাদক অধ্যাপক মো: আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, ডা: লিয়াকত আলী, ডা: মাহাবুবর রহমান সরকার, ডা: ইব্রাহিম খলিলুল্লাহ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, দৈনিক মুক্তবার্তা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, বগুড়া পৌরসভার কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেরী আক্তার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা আক্তার, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক এফ শাহজাহান, দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ইনছান আলী শেখ, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার রাহাত রিটু, দৈনিক সংগ্রামের বগুড়া অফিস প্রধান মোস্তফা মোঘল, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, দফতর সম্পাক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রতীক ওমর, মাহফুজ মণ্ডল প্রমুখ।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুস সালাম ও মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। এতে সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। শেষে সবার কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

 


আরো সংবাদ



premium cement