১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সাহায্যের আবেদন

৩২ বছরের মামুন দেখতে শিশুর মতো

-

শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আবদুল্লাহ আল মামুনের বয়স ৩২ বছর। কিন্তু দেখতে ১০ বছরে শিশুর মতো। তিনি হাঁটাচলা করতে পারেন না। ভালো করে খেলতেও পারেন না। ফলে অপুষ্টিতে ভুগে হাড্ডিসার হয়ে গেছে মামুনের দেহ। শয্যাশায়ী মামুনের সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তার বাবা মো: আবু হানিফ ও মা মোছা: ফরিদা ইয়াসমিন। মামুনের বাবা-মা জানান, আমাদের একমাত্র সন্তানটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। অসুস্থ ছেলেটির বয়স ৩২ বছর । হাঁটতে পারে না, বসতে পারে না, দু-হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, এমনকি স্বাভাবিক খাবার খেতে পারে না। পুরো শরীরই তার অচল ও বিকলাঙ্গ। মস্তিষ্কও কাজ করে না । দেখতে শিশুর মত। কারণ, অপুষ্টির জন্য তার শারীরিক বৃদ্ধি থেমে গেছে অনেক আগেই। ছেলেটির চিকিৎসা করতে গিয়ে জমি ও ভিটেবাড়ি বিক্রি করে আজ অসহায় হয়ে পড়েছেন তারা। তারা দারিদ্র্যের চরমসীমায় পৌঁছে গেছে। ছেলেটির শরীর শুকিয়ে এমন হয়েছে যে, হাড়-মাংস এক হয়ে গেছে। কঙ্কালসার অসুস্থ দেহ নিয়ে পড়ে আছে বিছানায়। ছেলেটির যে বয়সে আয় রোজগার করে বাবা-মাকে সাহায্য করার কথা, অথচ আজ বাবা-মাই তার একমাত্র ভরসা। মামুন এখন অসহায় অবস্থায় শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। শারীরিক নানা জটিলতা ছেলেটিকে কুরে কুরে খাচ্ছে। ফরিদা ইয়াসমিন বলেন, আমার এ ছেলেটির বোঝা দীর্ঘ ৩২টি বছর হলো বয়ে বেড়াচ্ছি। এ ছেলেটির বোঝা টানতে টানতে এখন আমি ক্লান্ত। হৃদয়বান ব্যক্তিদের কাছে মামুনের জন্য সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি।
সাহায্য পাঠানো ঠিকানা : মোছা: ফরিদা ইয়াসমিন। সঞ্চয়ী হিসাব নং-২১৪৬৭। ইসলামী ব্যাংক লি., সিরাজগঞ্জ শাখা, সিরাজগঞ্জ। বিস্তারিত তথ্যের জন্য মোবাইল-০১৭২০-৪৫৭৩১৮ (বিকাশ অ্যাকাউন্ট), ০১৭১৮-৯৯৫৮৪৬ (রকেট অ্যাকাউন্ট)। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement