১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`
৮ ঘণ্টায় টাকা উদ্ধার

বিকাশ প্রতারকের ফাঁদে দীঘি

বিকাশ প্রতারকের ফাঁদে দীঘি -

বিকাশ প্রতারকের ফাঁদে টাকা খুইয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এরপর ডিবি পুলিশের সহায়তায় আট ঘণ্টা পর সে টাকা ফেরতও পেয়েছেন। দীঘি জানান, ঘটনাটি গত শনিবারের। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় শুটিংয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। রিসিভ করতেই অন্যপ্রান্ত থেকে ভেসে আসে-‘বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি।’ ওই ব্যক্তি দীঘিকে বলেন, আপনার অ্যাকাউন্টে ভুলে ২৫ হাজার টাকা চলে গেছে। তাই আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেয়া হয়েছে। অ্যাকাউন্টটি চালু করতে হলে আপনার নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেটি আপনি বললে আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেয়া হবে।

নিজের অ্যাকাউন্ট সচল রাখতে ফোনের ওপারের ব্যক্তিকে বিশ্বাস করে তাকে ওটিপি নম্বর পাঠিয়ে দেন দীঘি। এর কিছুক্ষণ পর অ্যাকাউন্ট ব্যালান্স চেক করে নায়িকা দেখেন, তার বিকাশে থাকা এক লাখ ৬২ হাজার ৬২৩ টাকা উধাও!
এরপর নিজের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পেরে পরিবার ও বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করেন দীঘি। তাদের সবার পরামর্শে পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি ওই দিনরাতেই তিনি যোগাযোগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে। এরপর রোববার বাবা সুব্রত বড়ুয়াকে নিয়ে ডিবিতে জিডির কপি জমা দেন এবং সেখানে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারককে টাকাসহ গ্রেফতার করেন ডিবির কর্মকর্তারা।
গতকাল উদ্ধার হওয়া টাকা ফেরত নিতে ফের ডিবিতে আসেন দীঘি। টাকা ফেরত পেয়ে ডিবির অন্যান্য কর্মকর্তা ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ১০-১৫ দিন লাগবে। কিন্তু মাত্র ৮ ঘণ্টায় টাকা উদ্ধার হবে ভাবিনি।’ দীঘি বলেন, ‘বাবাকে নিয়ে ডিবি অফিসে আসি। এসময় হারুন স্যার আমাদের বলেন, তুমি আসার আগেই তোমার ট্রানজেকশন দেখে অপরাধীদের শনাক্ত করতে পেরেছি।’ আমার বিশ্বাস ছিল এখানে ফোন দিলে সাথে সাথে তারা আমার কাজটা করে দেবে। ঠিক তাই হয়েছে এবং এটা অবিশ্বাস্য ছিল। গতকাল ৪টার দিকে ডিবি অফিস থেকে বের হই এবং রাত ১১টার দিকে এখান থেকে ফোন পাই। ফোনে বলা হয় টাকা রিনিউ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement