২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সামিটের নিজস্ব টেস্টিং ও ক্যালিব্রেশন পরীক্ষাগারের বিএবির সনদ অর্জন

-

সামিট পাওয়ার লিমিটেডের উদ্যোগে টেস্টিং এবং ক্যালিব্রেশন পরীক্ষাগার প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) স্বীকৃত সনদ লাভ করেছে। সনদটি সামিট পাওয়ারের জন্য একটি মাইলফলক। কারণ এসপিএল দেশের আইপিপি খাতে প্রথম যাদের নিজস্ব পরীক্ষাগারের ফলাফল জাতীয় পর্যায়ে গণ্য করা হবে। নারায়ণগঞ্জে অবস্থিত এই ল্যাব দু’টি আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে যেখানে পাওয়ার প্লান্টের যন্ত্রপাতিগুলো আন্তর্জাতিক মানে পরীক্ষা ও ক্রমাঙ্ক নির্ণয় করা যায় এবং ল্যাব দু’টি আইএসও/আইইসি, ১৭০২৫:২০১৭ - এর সর্বশেষ মানদণ্ড অর্জন করেছে।
বিএবির এই অনুমোদন সামিট টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবের পরীক্ষার ফলাফল নির্ণয়ের সক্ষমতা ও সততা জাতীয় পর্যায়ের স্বীকৃতির প্রশংসা করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, সরকার চায় শিল্প খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে উৎসাহিত করা। আমরা অত্যন্ত আনন্দিত যে এ বিষয়ে সামিট টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবগুলো সব আবশ্যক শর্ত মেনে দেশের আইপিপি খাতে প্রথম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের এই সনদ অর্জন করেছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement