২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালকে অ্যাম্বুলেন্স প্রদান

-

সামিট ও তার অংশীদার, জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালকে (এসকেএমসিবি জেনারেল হাসপাতাল) হাই-ফ্লো নেসাল অক্সিজেন (এইচএফএনও) সরঞ্জামসহ একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। ঢাকা সেনানিবাস বোর্ড কর্তৃক পরিচালিত সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালের পক্ষে মেজর জেনারেল মো: মোশফেকুর রহমান এসজিপি এসইপি এনডিসি পিএসসি, এরিয়া কমান্ডার, লগ এরিয়া এই উপহারটি গ্রহণ করেন। এ সময় লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, ‘আমি সামিট ও জেরাকে বিশেষভাবে তাদের এই উপহারের জন্য ধন্যবাদ জানাতে চাই, কেননা এই অ্যাম্বুলেন্সটি এমন একটি সময়ে প্রদান করা হয়েছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে শীতকালে কোভিড মোকাবেলার জন্যে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।’ এ অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো: সেলিম মাহমুদ এনডিসি এফডব্লিউসিপিএসসি, স্টেশন কমান্ডার, লে. কর্নেল আহমেদ ড্যানিয়েল ইসলাম, এসকেএমসিবি জেনারেল হাসপাতালের পরিচালক এবং সেনানিবাসের নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল