০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


হাইকোর্টে স্থগিত থাকা ফৌজদারি মামলার তালিকা জমার নির্দেশ সচল হলো ২৮ বছর আগের সগিরা হত্যা মামলা

-

২০১০ সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকা ফৌজদারি রিভিশন ও বিচারিক আদালতের মামলা বাতিল চাওয়া আবেদনের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তিন সপ্তাহের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে ওই তালিকা প্রধান বিচারপতির কাছে দাখিল করতে বলা হয়েছে।
গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৮ বছর আগের একটি ফৌজদারি রিভিশন মামলার রায় ঘোষণাকালে এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম (৩৪) সিদ্বেশ্বরীতে ছিনতাইকারীর গুলিতে নিহত হন। এ ঘটনায় ওই দিনই রমনা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের স্বামী সালাম চৌধুরী। ঘটনাস্থলে উপস্থিত রিকশাচালক দু’জনকে শনাক্ত করলেও অজ্ঞাত কারণে মিন্টু ওরফে মন্টু নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে ১৯৯১ সালের ২৩ মে মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেয় ঢাকার আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মারুফ রেজা। ওই বছরের ২ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেন। এরপর দীর্ঘ ২৮ বছর মামলাটির ওপর স্থগিতাদেশ রয়েছে। কিছু দিন আগে রাষ্ট্রপক্ষ ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করে।
এরপর শুনানি শেষে প্রায় তিন দশক ঝুলে থাকা সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার স্থগিতাদেশ তুলে নিয়ে রায় দেন আদালত। রায়ে ৬০ দিনের মধ্যে অধিকতর তদন্ত শেষ করে তার পরের ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে।
শুনানিতে আদালত বলেন, এত দিনেও ভিকটিমের পরিবারকে রাষ্ট্র কোনো বিচার দিতে পারেনি। ২৮টা বছরে এ মামলার ভিকটিমকে আমরা কী দিতে পারলাম! সামগ্রিকভাবে এটা আমাদের ব্যর্থতা।
এ আদালত বলেছে, ফৌজদারি রিভিশন ও ফৌজদারি কার্যবিধি ৫৬১(ক) ধারায় মামলা বাতিলের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকলে এবং প্রধান বিচারপতি তা এই বেঞ্চে পাঠালে বেঞ্চ তা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করবে।
আদালতে রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন ও ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। এ দিকে ফৌজদারি কার্যবিধি ৫৬১(ক) ধারায় মামলা বাতিলের আবেদনের কারণে ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত ৩০ হাজার মামলা স্থগিত আছে। এর মধ্যে ২০১৮ সালেই ২ হাজার ২৪৯টি আবেদন হয় বলে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (ফৌজদারি শাখা) মো: জাকির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় ইট ভাঙার মেশিনের চাপায় নিহত ১ গণতন্ত্র-সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান রিজভীর বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা সৌদি আরবের নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না : মির্জা আব্বাস তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সকল