১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে টনিক ও ইউনিলিভার

-

তৃণমূল পর্যায়ে জনসাধারণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে একসাথে কাজ করবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। এ ল্েয গতকাল ইউনিলিভারের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির মধ্যে এক চুক্তি স্বার হয়েছে।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেদার লেলে ও টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিতে স্বার করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন : ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের পরিচালক নাফিজ আনোয়ার; হোম কেয়ার, ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পরিচালক তানজিন ফেরদৌস; কাস্টমার ডেভেলপমেন্টের পরিচালক কে এস এম মিনহাজ; এইচআরের পরিচালক কুনাল শর্মা এবং লিগ্যাল অ্যান্ড কোম্পানি সেক্রেটারির পরিচালক রাশেদুল কাইয়ুম। এ ছোড়াও অ্যান ডি. ভাবো, টেলিনর ডিজিটালের সিএফও, কনুট হাকোন নিলসেন, টেলিনর ডিজিটালের এসভিপি, টেলিনর হেলথের বোর্ডের সদস্য পিটার বি ফারবার্গ; গ্রামীণফোনের সিইও মাইকেল ফলি এবং টেলিনর হেলথের সিওও অ্যান্ড্রিউ স্মিথ উপস্থিত ছিলেন।
চুক্তি সম্পর্কে ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে বলেন, ২০১৬ সালে টনিকের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত তাদের ৫০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহক রয়েছে। তা ছাড়া সুলভে সাধারণ মানুষের দৌরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত। এর মাধ্যমে আরো বেশি তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।
এ বিষয়ে টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান বলেন, ইউনিলিভার বিশ্বের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের বিভিন্ন ব্র্যান্ড সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। এমন একটি প্রতিষ্ঠানকে অংশীদার হিসেবে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি চুক্তির মাধ্যমে বাংলাদেশে জনস্বাস্থ্যসেবায় নতুন মাত্রা সংযোজিত হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল