১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগস্টে ৩ দিনের ফোবানা সম্মেলন

এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় - ছবি : নয়া দিগন্ত

আগামী ৩০ আগস্ট থেকে আমেরিকায় শুরু হচ্ছে ৩ দিনের ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সম্মেলন।

এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনার জাহাঙ্গীর কবীর বাবু, কমিটির সদস্য ও ট্রেজারার ফিরোজ আহমেদ ও অন্তর শো-বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

এতে বলা হয়, বিশ্ব বাঙালীর এক মহামিলন মেলার নাম ফোবানা। ফোবানা সবার কাছে, বিশেষ করে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালীদের কাছে এক আবেগের নাম, অনুভূতির নাম, এক মহামিলনের নাম।

এই মিলনমেলা প্রতিবছরই উত্তর আমেরিকার কোনো না কোনো শহরে ও কানাডায় অনুষ্ঠিত হয়ে আসছে গত ৩৭ বছর ধরে।

১৯৮৭ সালে বৃহত্তর ওয়াশিংটনের কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালীদের একটি ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে গঠন করেন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন এনএবিসি। লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বিশ্ব বাঙালীদের মিলন আর অনাবিল আনন্দে মেতে থাকা।

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টোন, ডালাস সম্মেলন শেষে এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ফেডারেশন অফ বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা।

আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর হোটেল হিলটন, ওয়াশিংটন ডিসি, গেইতিজবারগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংগঠনটির ৩৮তম কনভেনশন।

তিন দিনব্যাপী জমকালো ও জাঁকালো এই কনভেনশনে উপস্থিত থাকবে বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বাংলাদেশী বিজনেস পারসনদের জন্য রয়েছে আমেরিকাসহ সারা পৃথিবী থেকে আগত বিজনেস পারসনদের সাথে ওপেন ডিসকাশন, বিজনেস আইডিয়া শেয়ার ও বিজনেস এক্সচেঞ্জের অবাধ সুযোগ।

পুরো কনভেনশন জুড়ে মিউজিকাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা।

এতে থাকবে ফ্যাশন শো সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার বুক ফেয়ার, বাংলাদেশী ফিল্ম ফেস্টিভাল ও আকর্ষণীয় অনুষ্ঠান।

ফোবানার পক্ষ থেকে এই ৩৮তম কনভেনশনের অরগানাইজ ও সম্পূর্ণভাবে সফল করার দায়িত্বে আছেন বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন। এক্সক্লুসিভ ইভেন্ট পার্টনার হিসেবে শোবিজ বিগত ১২ বছর যাবত এই ফোবানার সাথে সম্পৃক্ত আছে। আছে অন্তর শোবিজ।

 


আরো সংবাদ



premium cement