১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লুটেরাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করছে জামায়াত : এটিএম মা’ছুম

লুটেরাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করছে জামায়াত : এটিএম মা’ছুম - নয়া দিগন্ত

জায়ামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খেটে খাওয়া মানুষের মুক্তি ও রাষ্ট্রীয় সম্পদ লুটেরাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির উচ্চ হারের দেশে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে জেলা জায়ামাত আয়োজিত জেলা মজলিসে শূরা ও উপজেলা দায়িত্বশীলদের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-কুমিল্লা অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ ও মাওলানা নিজাম উদ্দিন ফারুক প্রমুখ।

এটিএম মা’ছুম বলেন, কিছু লোক দুর্নীতির মাধ্যমে পাহাড়সম সম্পদের অধিকারী হচ্ছে। সরকার ৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলাম ও ইসলামী নেতৃত্বের উপর, আলেম-উলামাদের মিথ্যা মামলা হামলা করে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে অনৈতিক শিক্ষার আয়োজন করছে।

তিনি বলেন, দেশে চলছে বিচারহীনতা, অধিকার হরণ। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। সরকার মৌলিক মানবাধিকার হরণকারী। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সাথে নিয়ে সকল পেশার ও মতের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে জামায়াত আপসহীন ভূমিকা রেখে চলছে।

তিনি আরো বলেন, মুসলিম উম্মাহকে আল্লাহ পাক পাঠিয়েছেন অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করতে। তাই যুগে যুগে মুসলিম উম্মাহ স্বৈরশাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং করছে।

তিনি বলেন, গোটা জাতির মুক্তির বার্তা মাথায় নিয়ে যোগ্যতার সাথে আমাদের কাজ করতে হবে। সকল দোদুল্যমান অবস্থা ত্যাগ করে মুক্তির সংগ্রামে এগিয়ে আসতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি সেই লক্ষ্যে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২

সকল