কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
- কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা)
- ১১ জুলাই ২০২৪, ১৭:৩৬
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আল আমিন (২৮) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নবীয়াবাদ সীমান্তের পিলার-২০৬১/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মো: আল আমিন পাশের ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভুমি আনন্দপুর এলাকার অহিদ মিয়ার ছেলে।
বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ দিকে, স্থানীয়রা জানায়, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় আহত আল আমিন এখন আশঙ্কামুক্ত।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত জানান, তিনি এ ঘটনার জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।