এইচএসসি : পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দেয়া হলো দ্বিতীয় প্রত্রের প্রশ্ন
- নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
- ১১ জুলাই ২০২৪, ১৭:১৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন।
বৃহস্পতিবার উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সূত্রে জানা গেছে, পরীক্ষার রুটিন অনুযায়ী পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেন পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈ চৈ পড়ে যায়। পরে পরীক্ষার্থীরা আপত্তি জানালে তাদের কাছ থেকে বিলি করা প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেয়া হয়। এ ঘটনার ২ ঘণ্টা পর চট্টগ্রাম জেলা প্রশাসকের ট্রেজারি থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে সকাল ১০টার পরীক্ষা দুপুর ১২টায় পুনরায় শুরু হয়।
ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে জানতে কেন্দ্র সচিব ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের প্রিন্সিপাল শিব শংকর শীলের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, ‘কার ভুলে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি তদন্ত কমিটি করা হচ্ছে, উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার মো: আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। কমিটির অপর দু’জন সদস্য হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা