১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোটা সংস্কারের দাবিতে রাবিপ্রবিতে মানববন্ধন

কোটা সংস্কারের দাবিতে রাবিপ্রবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কোটা সংস্কারের দাবিতে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের আন্দোলন চলছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে এরই ধারাবাহিকতায় বৈষম্যমূলক কোটা বাতিল এবং যৌক্তিক কোটা সংরক্ষণ করে, কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের কোটা সংস্কারের সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এসে মূল ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বৈষম্যমূলক কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য যৌক্তিক কোটা সংরক্ষণ করে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে রাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল শূন্য। এই প্রথম কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানালে রাবিপ্রবি শিক্ষার্থীবৃন্দ।


আরো সংবাদ



premium cement