১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি - ছবি : নয়া দিগন্ত

ফেনীর পরশুরাম উপজেলায় ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বুধবার রাত ৯টার দিকে বিজিবির মজুমদারহাট ও পরশুরাম বিওপির দুটি বিশেষ টহল পরশুরাম উপজেলার উত্তর বাউরপাথর এলাকার জনৈক নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে বাড়ির লোকজন সরে পড়ে। ওই বাড়ি তল্লাশী করে ৮০ গাইটভর্তি ৩ হাজার ৯১৯ পিস ভারতীয় শাড়ি ও আটক করা হয়। বাড়ি সংলগ্ন একটি বাঁশবাগানে পরিত্যক্ত অবস্থায় আরো ১৫ গাইট ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়। জব্দকৃত কাপড়ের মোট মূল্য ২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামাল কাস্টমসে জমার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement