সরাইলে মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু
- সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ১৫:২৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর খনন করে বালু উত্তোলনের সময় পাড় ভেঙে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় তারা।
দুই শ্রমিক হলেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের আসাদ আলীর ছেলে আলী মনছুর (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ড্রেজারে পুকুর খনন করে মাটি উত্তোলনের সময় দুই শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে যাওয়া দু’জন ডুবুরি উদ্ধারকাজ শুরু করে। পানির নিচে মাটিচাপা অবস্থায় থাকা দু’জনের লাশ বেলা সাড়ে ১১টায় উদ্ধার করে ডুবুরিরা।
মাটিচাপায় আহত হওয়া আতিকুল ইসলাম বলেন, ‘কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় মাসখানেক ধরে হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। বুধবার রাতে সাড়ে ১১টার দিকে কাজ করার সময় পাড় ভেঙে দুই শ্রমিকসহ আমি মাটির নিচে চাপা পড়ি। একপর্যায়ে আমি ফিরে এলেও আমার সাথে থাকা দু’জন নিখোঁজ হন।’
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। তাদের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা এলে আলোচনা করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা