চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত গৃহিণীর মৃত্যু
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১০ জুলাই ২০২৪, ১৩:০১, আপডেট: ১০ জুলাই ২০২৪, ১৩:২০
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত জনুআরা বেগম (৩৫) এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জনুআরা বেগম কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলির মিয়াজী পাড়ার মো: হেলাল উদ্দিনের স্ত্রী।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে তিনি প্রাকৃতিক ডাক সাড়তে ঘরের বাইরে গেলে হঠাৎ করে দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে যান। এ সময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আছড়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আজ (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কক্সবাজার উত্তর বন-বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্য হাতি লোকালয়ে ছুটে আসছে। পাহাড় সংশ্লিষ্ট লোকালয়ে এসে লোকজনের প্রাণহানি ঘটছে। হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা