১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার লিকেজ, পুড়ে ছাই ১২ বসতঘর

বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার লিকেজ, পুড়ে ছাই ১২ বসতঘর - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে ২৫ পরিবারের ১২টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থ ও আসবাবপত্রসহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব আমুচিয়া নতুন বাজার আবু বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন খোদেজা বেগম, মোহাম্মদ সেলিম, মোরশেদুল আলম, এরশাদুল আলম, মোহাম্মদ জামশেদ, মনজুর ইসলাম, আব্দুল আউয়াল, রবিউল হাসান, আব্দুর রহিম, মরহুম আবু বক্কর চেয়ারম্যান, মোহাম্মদ ইউসুফ ও আব্দুস শুক্কুর।

বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।’

তিনি জানান, আগুনে পুড়ে ছাই হাওয়া ১২টি বসতঘরে ২৫-২৬ জন পরিবার নিয়ে বসবাস করত।

বোয়ালখালী আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজল দে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement