চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ জন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুলাই ২০২৪, ১৭:৫১
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) ভোরের দিকে উপজেলার দোহাজারী দেওয়ানহাট মোড় পাকা রাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী সদরের মো: আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং একই জেলার নিয়াজপুর ইউনিয়নের উত্তর মাছিমপুর এলাকার মো. ইউসুফের ছেলে নাহিদ হাসান ইমন (১৯)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এরফান বলেন, মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে নোয়াখালীর দিকে ফিরছিলেন তারা। পথে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট মোড় পাকা রাস্তা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ট্রাক ধাক্কা দেয়। এতে নাহিদ হাসান ইমন নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আরিফুল ইসলাম নামে আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক বলে জানান ওসি।
সূত্র : ইউএনবি