দ্বীন কায়েমে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে : রফিকুল ইসলাম খাঁন
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৮ জুলাই ২০২৪, ১৬:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, উলামায়ে-কেরামগণ হলেন অরাসাতুল আম্বিয়া তথা নবীগণের ওয়ারিশ। আল্লাহর জমিনে তাঁর দ্বীন কায়েমে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (৮ জুলাই) নোয়াখালী জেলা উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নোয়াখালী জেলার উলামায়ে-কেরামগণের আল-কোরআনের খেদমতে সারা দেশব্যাপী অবদান রয়েছে। অতীতকাল থেকেই এই জেলার আলেমগণ দেশের আনাছে কানাছে দ্বীনের খেদমাতে ত্যাগ স্বীকার করে এসেছেন। সকল প্রকার জুলুম নির্যাতনের মোকাবেলায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আল-কুরআন ও আল-হাদীসের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শক্তিশালী সংগঠন কায়েমে উলামায়ে-কেরামগণকে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। উলামায়ে কেরামগণকে দরদভরা মন নিয়ে সকল স্তরের আলেমদের এ কাজে ঐক্যবদ্ধ্য করতে হবে। আলকোরআনের সঠিক ব্যাখ্যা উপলব্ধি করতে হবে।
নোয়াখালী জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীমের সভাপতিত্তে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন হাসানের সঞ্চালনায় উলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ ইসহাক খন্দোকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, আলেমে দ্বীন অধ্যক্ষ ড. মাওলানা আমীনুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মো: সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, অধ্যক্ষ মাওলানা আবদুশ শহীদ, উপাধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন আল মাদানী, অধ্যাপক মাওলানা মিছবাহ উদ্দিন, অধ্যাপক মাওলানা মাহবুবে রাব্বানী, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।
পরে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত আরো এক রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। শহর আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বি ও শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজের পরিচালনায় স্থানীয় এক অডিটরিয়াতে আয়োজিত ওই শিক্ষা শিবিরে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা