নোয়াখালীতে গুলিবিদ্ধ মাদরাসার অধ্যক্ষ
- নোয়াখালী অফিস
- ০৪ জুলাই ২০২৪, ১৩:৪৯, আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১৪:৩৭
নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদারাসার অধ্যক্ষকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টায় বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে এ ঘটনা ঘটে।
আহত আমির হামজা (৪০) সোনাইমুড়ী উপজেলার বাইপাস সড়কের পাশে মারকাজুল ইন্টান্যাশনাল মাদরাসার অধ্যক্ষ ও চাঁদপুর জেলার কচুয়া থানার আশেক আলী তালুকদারের ছেলে।
জানা গেছে, আমির হামজা মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ী যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল হেলমেট পরা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে হামজাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দুর্বৃত্তরা তাকে পথে রেখে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা