নোয়াখালীতে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ২৮ জুন ২০২৪, ২৩:১০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চেীমুহনী পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মুক্তির দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেলে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীর করিমপুর জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে যুবদলের কেন্দ্রীয় কমিটি চট্টগাম বিভাগীয় সহ-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন (জিএস সুমন) ও চৌমুহনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো: আলী আহাম্মদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন, সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুগ্ম সিনিয়র আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, খোরশেদ আলম, আব্দুল রশিদ মাসুদ, সায়েম হোসেন সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহির, মনোয়ার হোসেন মনু, মোহাম্মদ বুলু, মোহাম্মদ কিরণ, মোহাম্মদ ফজলু ও পৌর তাঁতি দলের সভাপতি মোহাম্মদ হারুন প্রমুখ।
মঞ্জুরুল আজিম সুমন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, সরকার সুপরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে অবৈধ রায়ের মধ্য দিয়ে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে দিচ্ছে না।
তিনি আরো বলেন দেশ আজ লুটের রাজ্যে পরিণত হয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি নেতাকর্মীদের দেশ রক্ষা এবং সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করার আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা