চকরিয়ায় আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
- রফিক আহমেদ, চকরিয়া (কক্সবাজার)
- ২৬ জুন ২০২৪, ২৩:১৫
চকরিয়া পৌর সদরে নিউমার্কেট এলাকার এক আবাসিক হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সংবদ্ধ ৫ জন মোটরসাইকেল ছিনতাইকারী ডাকাতকে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অস্ত্র উদ্ধার ঠিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতাসহ সংবদ্ধ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- পৌর সভার বিনামারা ৭ নম্বর ওয়ার্ডের জসিম উদদীনের ছেলে কামরুল ইসলাম ছোটন (১৯), একাই ওয়ার্ডের গিয়াসউদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), পালাকাটার আবুল কালামের ছেলে আর ফাতুল ইসলাম (২২), পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার রাজিবুল হকের ছেলে মিনহাজুর রহমান নয়ন (২৯) ও ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালুমঘট এলাকার নুরুল কবিরের ছেলে মাহমুদুল করিম (২৮) ব'লে থানা সূত্রে জানা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশীয় তৈরি একটি অস্ত্রসহ সংবদ্ধ ছিনতাইকারীর ৫ জনকে হোটেল কক্ষ থেকে আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা