হালদা নদীতে বিপন্ন প্রজাতির মৃত ডলফিন উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২৪, ১০:১২
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে হালদা নদীর চট্টগ্রামের হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার ডলফিনটির দৈর্ঘ্য সাত ফুট এবং ওজন প্রায় ৯৯ কেজি।
বয়স বেশি হওয়ায় ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে হালদায় গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়নি। এই ডলফিন বয়সজনিত কারণে মারা যেতে পারে।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে হালদায় ডলফিন রক্ষায় প্রকল্পে অর্থায়ন থাকলেও বাংলাদেশ বন বিভাগ মাঠ পর্যায়ে হালদা নদীর ডলফিন সংরক্ষণে কোনো ভূমিকা রাখছে না। এমনকি ডলফিনের মৃত্যুতে টেলিফোন করেও তাদের কোনো রেসপন্স পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘ডলফিন রক্ষার দায়িত্ব বন বিভাগকে দেয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমাদের দাবি, বিপন্ন তালিকাভুক্ত বাংলাদেশের জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন সংরক্ষণের দায়িত্ব বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওপর হস্তান্তর করার দাবি জানাচ্ছি।’
জানা গেছে, বিভিন্ন কারণে হালদায় এ পর্যন্ত ৪১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ নভেম্বর একটি ডলফিনের মৃত্যু হয়।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা