নয়া দিগন্তের ফেনী প্রতিনিধি শাহাদাতের মায়ের দাফন সম্পন্ন
- দাগনভূঁঞা (ফেনী) সংবাদদাতা
- ২১ জুন ২০২৪, ১৯:১৯
দৈনিক নয়া দিগন্ত ফেনী অফিসের স্টাফ রিপোর্টার মুহাম্মদ শাহাদাত হোসাইনের মমতাময়ী মা বিবি খাদিজা (৮২) ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২০ মিনিটের দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা ২১ জুন শুক্রবার বাদ আসর ফেনীর দাগনভূঁঞা উপজেলার মমারিজপুর গ্রামের আনুমিয়াজি বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়।
উল্লেখ যে মায়ের চিকিৎসা করাতে গিয়ে ঢাকায় শাহাদাত হোসাইন নিজেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা ওনার এনজিওগ্রাম করলে তিনটি ব্লক ধরা পড়ে। পরে ২০ জুন ওনার হার্টে তিনটি রিং প্রতিস্থাপন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা