লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ২০ জুন ২০২৪, ১৭:৩৬
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে শাহনাজ বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিহাব উদ্দিনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর সেকান্দর এলাকার সুজনগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পাষন্ড স্বামী শিহাব।
নিহত শাহনাজ বেগম ওই এলাকার বাসিন্দা। ঘাতক শিহাবের বাড়ি একই উপজেলার শ্যামল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিহাব উদ্দির রামগতি উপজেলার সুজন গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। কাজের সুবাধে তিনি ওই এলাকায় স্ত্রী শাহনাজ বেগমসহ বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ বৃহস্পতিবার সকালে শিহাব অন্যত্র খাসি জবাই করে বাসায় ফিরেন। এ সময় পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার (শিহাব) হাতে থাকা ধারালো চুরি দিয়ে স্ত্রী শাহনাজ বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে ঘরে স্ত্রী শাহানাজের লাশ ফেলে তিনি পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা ঘর থেকে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিন জানান, স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত ঘাতক স্বামী শিহাব উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা