নিয়ন্ত্রণহীন বাস, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২০ জুন ২০২৪, ১৭:১৩
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হঠাৎ বৃষ্টিপাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বিপদজনক অবস্থায় কাত হয়ে পড়লেও প্রাণে বেঁচে যায় অর্ধশত যাত্রী।
বৃহস্পতিব দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন পরিষদের অদূরে ওই বাসটি বিপদজনক অবস্থায় কাত হয়ে আটকে পড়ে।
এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও সকল যাত্রী অক্ষত রয়েছেন বলে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসটি কক্সবাজার যাওয়ার পথে হঠাৎ বৃষ্টির কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়লেও যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।
বাসটি উদ্ধারের প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।