১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রান্না করা গোশত ও খাদ্য সামগ্রী পেয়ে মহাখুশি প্রতিবন্ধী কামাল-বাদশারা

-

চট্টগ্রামের  মিরসরাইয়ে দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে রান্না করা গোশত, বুটের ডাল, মাসকলাই ডাল ও ভাত তুলে দিয়েছেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে উপজেলার সৈদালী এলাকায় প্রতিবন্ধীদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দাওয়াত পেয়ে সেখানে প্যান্ডেলে আগে থেকে অবস্থান করছিল কামাল হোসেন, নুরুল আলম, হোসনে আরা, হেঞ্জু মিয়া, বাদশাসহ অনেক প্রতিবন্ধী লোকজন। কেউ শারীরিক, কেউ মানসিক আবার কেউ শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধী। এরপর দুপুর দেড়টার দিকে তাদের হাতে দুই বক্স রান্না করা গোশত, এক বক্স বুটের ডাল, এক বক্স মাসকলাই ডাল ও এক বক্স ভাত তুলে দেয়া হয়।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিজ মোহাম্মদ রুবাইয়াতের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম উপ-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক বেণু কুমার দে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী মো: খাইরুল মোস্তফা, নারী নেত্রী রুহি মোস্তফা, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাশেদা আক্তার মুন্নি, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, উপজেলা ছাত্রলীগের মাসুদ করিম রানা, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইন সবুজ, তরুণ ব্যবসায়ী, সমাজকর্মী এ.জেড.এম সাইফুল ইসলাম টুটুল, ব্যবসায়ী শাহাদাত হোসেন, চিটাগাং ইভেন্টস এর সিইও রায়হান ইসলাম।

রান্না করা গোশত পেয়ে প্রতিবন্ধী কামাল হোসেন বলেন, 'আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় কেউ আমাদের কথা ভাবে না। যারা আমিসহ দুই শতাধিক প্রতিবন্ধী মানুষকে রান্না করা গরুর গোশতসহ খাদ্য সামগ্রী দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ।’

আরেক প্রতিবন্ধী নুরুল আলম বলেন, 'রান্না করা খাদ্য সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে। বাড়িতে গিয়ে বৌ-বাচ্চাদের নিয়ে খাবো। উনারা প্রতি বছর এই আয়োজন করে থাকেন।'

সংগঠনের সভাপতি মো: মহসিন বলেন, ‘কোরবানির ঈদে সবাই গোশত খেলেও প্রতিবন্ধীরা অবহেলিত থাকে। কারণ তারা চলাফেরা করতে পারে না। চলাফেরা করতে সক্ষম ব্যক্তিরা গোশত সংগ্রহ করে থাকে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এবার দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে আমরা সাধ্য অনুযায়ী প্রতিজনকে দুই কেজি করে গোশত ও ডাল-ভাত বিতরণ করেছি। তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমরাও তৃপ্তি পেয়েছি।'


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল