১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গঙ্গাপূজা দিতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু

সীতাকুণ্ডে গঙ্গাপূজা দিতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু - প্রতীকী ছবি।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে গঙ্গাপূজা দিতে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১টার সময় উপজেলার কুমিরা সমুদ্র উপকূলের ফেরিঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুমিরা জেলে পাড়ার অনিল জলদাশের মেয়ে খুশী জল দাশ (১২) ও রানা জলদাশের মেয়ে কিশোরী জলদাশ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে কুমিরা জেলে পাড়ার হিন্দু সম্প্রদায়ের অধিবাসীরা প্রতি বছরের ন্যায় এ বছরও গঙ্গাপূজার আয়োজন করে। জেলে পাড়া প্রায় ২ শতাধিক নারী-পুরুষ সমুদ্রে নেমে পূজা দিচ্ছিলেন। সাথে শিশু কিশোরেরাও এতে অংশগ্রহণ করে। সমুদ্রে জোয়ার না থাকায় সমুদ্র পাড় থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে পূজা দিচ্ছিলেন জেলেরা। এ সময় শিশু কিশোরেরাও সমুদ্রের পানিতে নেমে আনন্দে মেতে উঠে। তখন পানির একটি ঢেউ আসলে অনিল দাশের স্কুল খুশী জল দাশ (১২) ও রানা জলদাশের মেয়ে কিশোরী জলদাশ (১০) পানির নিচে তলিয়ে যায়। তখন উপস্থিত লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে দুপুর ১টার সময় গভীর সমুদ্র থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তারা কুমিরা সমুদ্র উপকূলে যান। কিন্তু তারা যাওয়ার আগেই স্থানীয়রা ২ কিশোরীকে সমুদ্র থেকে উদ্ধার করে বলে তিনি জানান।

 


আরো সংবাদ



premium cement