চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- চাঁদপুর প্রতিনিধি
- ১৫ জুন ২০২৪, ১৪:৫১
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই মো: ওমর ফারুক (৬) ও বোন ফাইজা (৮) মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইসলামপুর (কিত্তনখোলা) গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা ওই বাড়ির কামাল হোসেনের সন্তান। ওমর ফারুক কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও ফাইজা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: হেলাল উদ্দিন।
স্থানীয় বাসিন্দা সফিক জানান, শিশুদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকেলে নামাজের সময় বাড়িতে পুরুষ ছিল না। এ সময় সবার অগোচরে শিশুরা বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখি। এ সময় পানি থেকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেই।
নিহত ওমর ফারুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বাবার বন্ধু তুহিন দায়দার জানান, কামালের দুই সন্তানকে পুকুরের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। এ খবর শুনে আমি হাসপাতালে গিয়ে দেখি চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষনণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ নয়া দিগন্তকে জানান, পানিতে ডুবে ভাই-বোন মারা যাবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।