রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিক খুন
- রামগড়, (খাগড়াছড়ি) প্রতিনিধি
- ১৩ জুন ২০২৪, ১৫:০৯, আপডেট: ১৩ জুন ২০২৪, ১৬:০০
খাগড়াছড়ির রামগড় দুর্বৃত্তের আঘাতে আবু মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রামগড় পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামকস্থান থেকে লাশ উদ্ধার করে রামগড় থানা পুলিশ। এর আগে, বুধবার বিকালের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত মো: আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মরহুম আমির হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত।
আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করতেন। গতকাল দুপুরে এক আনসার-কর্মীর সাথে দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার উপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাকে না পেয়ে বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে সকালে বাগান তল্লাশি করলে টাওয়ার টিলা নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়। এছাড়া লাশের পাশে রড এবং কাটিং প্লাস পাওয়া গেছে।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে কল করা হলে ‘শ্রমিক মার্ডার হয়েছেন বলে কল কেটে দেন। পরবর্তীতে কল দিলেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নুর আলমের লাশ উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা