১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কক্সবাজারে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার চিত্র

- ছবি : নয়া দিগন্ত

বিশ্ব শরণার্থী দিবস-২০২৪ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে রোহিঙ্গা শরনার্থীদের ‘রেজিলিয়েন্স-সক্ষমতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থী সাড়াদানে কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইএসসিজি-এর ভারপ্রাপ্ত প্রধান মারকাস টপ ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুমবল রিজভী-সহ জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আইএসসিজি প্রধান জানান, প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও যে অবিশ্বাস্য সক্ষমতা প্রতিনিয়ত দেখাচ্ছে তারই প্রমাণস্বরূপ এই ছবিগুলো।’

কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থী আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

উল্লেখ্য, এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আজ বৃহস্পতিবার ১৩ জুন থেকে আগামী বৃহস্পতিবার ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত।


আরো সংবাদ



premium cement