চট্টগ্রামে এসএসসি পুনঃনিরীক্ষণ : ২,০৬০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুন ২০২৪, ২৩:০০
চলতি বছরে প্রকাশিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে দুই হাজার ৬০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
নতুন করে ফেল থেকে পাস করেছে ১০২ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছিল ২৮ হাজার ৩৫১টি।
তিনি বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে দুই হাজার ৬০ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০২ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে দুই হাজার ৬০ জন শিক্ষার্থীর।
সূত্র : বাসস