১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাটহাজারীতে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার -

চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসা থেকে মো: আবুল ফয়েজ (৫০) নামের এক প্রবাসীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

রোববার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট কালাপোল এলাকার মামুন সেন্টার হতে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত কাতার প্রবাসী ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন আজাদী বাজার এলাকার বাদশা মিয়ার বাড়ির মরহুম শামসুল আলমের ছেলে।

লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই আলী আকবর জানান, প্রায় ৫০ বছর বয়সী মো: আবুল ফয়েজ এক মেয়ে ও এক ছেলের বাবা। আমরা লাশের সুরতহাল পরীক্ষা করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ চমেকে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তে তা বেরিয়ে আসবে।

জানা গেছে, কাতার প্রবাসী ফয়েজ দেড় বছর আগে দেশে আসেন এবং স্ত্রী-সন্তান নিয়ে হাটহাজারীতে ওই মামুন সেন্টারে ভাড়া বাসায় বসবাস করতেন। এক সন্তানের অসুস্থতাজনিত কারণে তার স্ত্রী দিলোয়ারা পারভিন সন্তানকে নিয়ে আগের দিন বোনের বাড়িতে গিয়েছিলো বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement