ঈদগাঁওতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০৯ জুন ২০২৪, ১৮:২৮
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুন) দুপুর ২টায় উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালমুরা পাড়ার আবু মাঝির বসতবাড়ি-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আরিফা মনি (৪) বাড়ির মালিক হাফেজ মাহবুবুর রহমানের মেয়ে ও ইলমা মনি (৫) ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা গ্রামের দুলা মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি মেম্বার লুৎফর রহমান জানান, ইলমা মনি মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে আসে এবং দুপুরে মামাত বোন আরিফাসহ বাড়ির বাইরে খেলতে বের হয়। এরপর দুই শিশু সবার অজান্তে বাড়ির আঙ্গিনা সংলগ্ন পুকুরে পড়ে যায়। এদিকে তাদের কোথাও না পেয়ে খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে বাড়ির লোকজন।
মেম্বার লুৎফর আরো বলেন, খবর পেয়ে ঈদগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রস্তুতি চলছে।