১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হ্যান্ডকাফসহ যুবলীগ কর্মীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে আ’লীগ কর্মীরা

হ্যান্ডকাফসহ যুবলীগ কর্মীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে আ’লীগ কর্মীরা - সংগৃহীত

চট্টগ্রামের অনোয়ারায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক যুবলীগ কর্মীকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

শনিবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ২ পক্ষের মধ্যে গোলাগুলিতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহির হোসেনসহ ৫ পুলিশ সদস্যও আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

এর আগে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের জেরে মামলা হলে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান গ্রুপের মোজাম্মেল হক নামের এক সমর্থককে গ্রেফতার করতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। এ সময় মোজাম্মেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় কয়েক শ’ নেতা-কর্মী।

পরে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ১২ জন গুলিবিদ্ধ ও কর্ণফুলী থানার ওসি মো: জহির হোসেনসহ ৫ পুলিশ সদস্যও আহত হয়।

শনিবার (৮ জুন) রাত ১১টায় এ ঘটনায় পুরো চৌমুহনী বাজার এলাকা থমথমে অবস্থা বিরাজ করে।

উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, ‘শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নিরীহ নেতা-কর্মীকে আটকের চেষ্টা করলে উত্তেজনা দেখা দিয়েছে। আমি নেতা-কর্মীদের আটকের প্রতিবাদ জানালে পুলিশ আমার সাথে খারাপ আচরণ করে। এতে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ করে। এ সময় নেতা-কর্মীদের ওপর পুলিশ গুলি চালায়। এতে ১২ জনের বেশি নেতা-কর্মী গুরুতর আহত হয়।’

এ বিষয়ে আনোয়ারা সার্কেল সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, ‘আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে কর্ণফুলী থানায় মামলা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতার করলে স্থানীয়রা এসে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে কর্ণফুলী থানার ওসি ও আনোয়ারা থানার ৪ জন পুলিশ সদস্য আহত হয়।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল