বুড়িচংয়ে বিএসএফের গুলিতে নিহত ১
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ০৯ জুন ২০২৪, ১০:০৬, আপডেট: ০৯ জুন ২০২৪, ১১:৫৬
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মো: আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আনোয়ার হোসেন চোরাই পথে ভারত থেকে চিনি আনার শ্রমিক ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো: আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে।
বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খন্দকার বলেন, ‘লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা