চৌদ্দগ্রামে ট্রাক খাদে পড়ে চালক নিহত
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ১৪:৩২
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালক হুমায়ুন কবির (৪৬) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবির দিনাজপুর জেলার সিড়িবন্দর থানার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
নিহতের প্রতিবেশী ট্রাকচালক আসাদুর রহমান ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাল-বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ান হন তিনি। পথে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে নিহত ট্রাকচালক হুমায়ুন কবিরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা