১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিয়াউর রহমানকে যারা সহ্য করতে পারেনি তারা বিএনপিকেও সহ্য করতে পারে না : রিজভী

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় শরিক হন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যারা সহ্য করতে পারেনি তারা বিএনপিকেও সহ্য করতে পারে না।

রোববার (২ জুন) দুপুরে কুমিল্লার হোমনায় বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসব মুখোশধারী দল ও নেতাদের চিহ্নিত করে জনগণের মাঝে তাদের চরিত্র তুলে ধরার জন্য তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী নেতাদের প্রতি আহ্বান জানান।

সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ারের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহর। সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন দলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া।

আরো উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান সরকার, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুঁইয়াসহ হোমনা পৌর বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা মঞ্চে আসন গ্রহণের আগে রুহুল কবির রিজভী সঙ্গীয় নেতৃবৃন্দসহ মরহুম এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ায় শরিক হন। এছাড়া তিনি মেঘনায় দলীয় আয়োজনে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প

সকল