নোয়াখালীতে নির্যাতিত নেতাকর্মীদের যুবদলের সংবর্ধনা
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০১ জুন ২০২৪, ১৯:৪৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৮২টি সাংগঠনিক ইউনিটে চলমান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে আন্দোলন-সংগ্রামে কারানির্যাতিত ও আহত নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংগঠনিক মতবিনিময় সভা জেলার রশিদ কলোনীতে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া, জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির, সহ-সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদ, সদস্য সোহেল আলম ও হেদায়েত হোসেন ভুঁইয়া প্রমুখ।
এ দিকে তার পূর্বে জেলা শহরে আসার পথে আমন্ত্রিত নেতারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলায় বৃক্ষরোপন করেন এবং বিগত আন্দোলন-সংগ্রামে আহত বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু, বেগমগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাহের আলম লিটন ও নোয়াখালী শহর যুবদলের আহ্বায়ক আরিফের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের উপহার সামগ্রী প্রদান করেন।